দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রচণ্ড বাতাস ও হালকা বৃষ্টি থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গতকাল মঙ্গলবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা অঞ্চলের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা, আরিচা-কাজিরহাট নৌপথে সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে। লঞ্চ চলাচল বন্ধ থাকলেও এসব নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ। ছোট-বড় মিলিয়ে মোট ১৬টি ফেরি সার্বক্ষণিকভাবে সচল রেখে বিভিন্ন গাড়ি ও যাত্রী পারাপার অব্যাহত রাখা রয়েছে। নদী উত্তাল থাকায় পন্টুনে ফেরি ভিড়তে স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় লাগছে। এতে করে ফেরিতে গাড়ি ওঠানামায় সময় লাগছে বেশি। এতে করে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন লম্বা হচ্ছে।