রিয়ালকে বিদায় জানালেন জিনেদিন জিদান
অবশেষে জল্পনাই সত্যি হলো, রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়েছিলেন জিনেদিন জিদান। শীর্ষে থেকে সেবার দায়িত্ব ছাড়লেও এবার ছাড়লেন হতাশা নিয়েই। নতুন করে দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের বেশিরভাগ ম্যাচের ফলাফল চাহিদা মতো না হওয়ায় এ সিদ্ধান্ত নিলেন জিদান। স্প্যানিশ ক্লাবটিকে তার সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি জিদানও এও বলেছেন, তাৎক্ষণিকভাবে তার সিদ্ধান্ত কার্যকর হবে।লা লিগার শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পর রিয়ালে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে দিনকয়েকের সময় নিয়েছিলেন জিদান। অবশেষে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্তই নিয়েছেন। প্রথম দফায় রিয়ালের কোচিংয়ের দায়িত্ব নিয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লা লিগা শিরোপা জিতেছিলেন ফরাসি এই কিংবদন্তী। তবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়াটা খুব একটা সুখকর হয়নি তার। প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে খুব অল্প ব্যবধানে লিগ শিরোপা হারানোর পর এ সিদ্ধান্ত নিয়েছেন জিদান। লিগে অ্যাতলেটিকোর দুই পয়েন্ট পিছনে থেকে দ্বিতীয় স্থান অর্জন করে রিয়াল মাদ্রিদ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে তার দল এবং কোপা দেল রে থেকেও ছিটকে যায় রিয়াল। ফলে ১১ বছর পর কোন ট্রফি ছাড়া মৌসুম শেষ করল ইউরোপের সফলতম দলটি। জিদানের স্থলাভিষিক্তদের তালিকায় ইতালিয়ান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, রিয়ালের রিজার্ভ দলের কোচ রাউল গঞ্জালেসের নাম শোনা যাচ্ছে। ইন্টার মিলানের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়া অ্যান্তনিও কন্তের নামও রয়েছে রিয়ালের পছন্দের তালিকায়।