ইন্টার মিলানকে বিদায় জানালেন কন্তে
বহুদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনাকে সত্যি করেই ইন্টার মিলানকে বিদায় জানালেন শিরোপা জয়ী কোচ অ্যান্তোনিও কন্তে। জুভেন্টাসের একক আধিপত্যের অবসান ঘটিয়েছে ইন্টার মিলান। অ্যান্তনিও কন্তের অধীনে দীর্ঘ ১১ বছর পর সিরি আ’র শিরোপা ঘরে তুলেছে দলটি। গত বছর সেভিয়ার বিপক্ষে ইউরোপা লীগের ফাইনাল থেকে বাদ পড়ে ইন্টার মিলান। এরপরই গুঞ্জন শুরু হয় দলটির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে কন্তেকে। সেবার ব্যর্থ হলেও অপসারণ করা হয়নি তাকে। করোনা মহামারিতে প্রায় সব ক্লাবই আর্থিক সংকটে ভুগছে। ব্যতিক্রম নয় ইন্টার মিলানও। এর ফলে আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু খেলোয়াড়কে বিক্রি করে দিতে চায় ইন্টার কর্তারা। একই সঙ্গে কোচ কন্তেসহ ফুটবলারদের বেতন কমানোর কথাও জানিয়েছিল ক্লাবের মালিকপক্ষ সানিং হোল্ডিংস গ্রুপ। দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও এই সিদ্ধান্তকে মানতে পারেননি কন্তে। এক বিবৃতিতে ইন্টার জানায়, ‘ক্লাব কন্তেকে তার অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চায়। তিনি চিরকালই ক্লাবের অংশ হিসেবে রয়ে যাবেন।’ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, কন্তের স্থলে বর্তমান ল্যাজিও কোচ সিমোনে ইনজাঘিকে ইন্টার মিলানের ডাগআউটে দেখা যেতে পারে। ২০১৯-২০ মৌসুমের শুরুতে ইন্টার মিলানের দায়িত্ব নেন কন্তে। সেবার চ্যাম্পিয়ন জুভেন্টাসের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে লীগ শেষ করে দলটি। আর সদ্য শেষ হওয়া মৌসুমে চার ম্যাচ বাকি থাকতেই খেতাব নিশ্চিত করে মিলানের দলটি। ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ১৯তম শিরোপা জেতে তারা। ক্লাবের সঙ্গে মূলত মতবিরোধের জেরেই তাঁর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।