নাইজেরিয়ায় ১৮০ যাত্রী নিয়ে নৌকাডুবি
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকাডুবে নিখোঁজ হয়েছেন দেড় শতাধিক যাত্রী। স্থানীয় সময় গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রীরা সবাই মারা গেছেন ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলেন, একটি নৌকা অতিরিক্ত যাত্রী নিয়ে স্থানীয় বাজারে যাওযার পথে ডুবে যায়। নৌকায় মোট ১৮০ জন যাত্রী ছিলেন। নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।নৌকাটির ধারণক্ষমতা ছিল মাত্র ৮০ জনের। কেন্দ্রীয় নাইজার রাজ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যের ওয়ারা এলাকায় থাকা অবস্থায় নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। চারজনের মরদেহ উদ্ধার হয়েছে এখন পর্যন্ত। বাকি ১৫৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। খবর :দ্য গার্ডিয়ান।