চিত্রনায়ক ফারুক আবার আইসিইউতে
সাংসদ ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে ফের রাখা হয়েছে আইসিইউতে। প্রায় তিন মাস ধরে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন। গতমাসে মাত্র দুই দিনের জন্য ফারুককে কেবিনে আনা হয়েছিলো। তখন ফারুকের অবস্থাও উন্নতির দিকে জানিয়েছিলেন তার স্ত্রী ফারহানা পাঠান।’ কিন্তু দুই পরই আবার শারীরিক অবস্থা অবণতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আছেন সেখানে।দেশবাসীর কাছেও ফারুকের জন্য দোয়া চাইছি।’নায়ক ফারুক বিগত আট বছর ধরে চিকিৎসাসেবা নিচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চে সিঙ্গাপুরে যেত হয় তাকে। মাস তিনেক আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তাঁর মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। ১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন সদ্য প্রয়াত ‘মিষ্টি মেয়ে’ কবরী।