ভিভো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম
অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি-সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে ভিভো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ চুক্তির বিষয়ে ঘোষণা করে ভিভো। চুক্তিটির অংশ হিসেবে প্রিমিয়াম ভি-সিরিজের প্রচারণায় এখন থেকে মীমকে ভিভো’র বিভিন্ন ভিজ্যুয়ালগুলোতেও দেখা যাবে।গত বছর ভি২০ সিরিজ বাজারে আসার পর থেকেই মীম ভিভো পরিবারের অংশে পরিণত হয়েছেন। বাংলাদেশের স্থানীয় গ্রাহকদের সঙ্গে ভিভো’র সম্পর্ক আরও শক্তিশালী করতে এই চুক্তি সহযোগিতা করবে। মীম বলেন, ‘তারুণ্যের ব্র্যান্ড ভিভো’র প্রিমিয়াম স্মার্টফোন ভি সিরিজের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। বেশ আগে থেকেই আমি ভিভো’র একজন ভক্ত। ইতোমধ্যেই আমি ভিভো’র কয়েকটি প্রডাক্টের জন্য বেশ কিছু কাজ করেছি। তরুণ প্রজন্মের পছন্দ এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের বলে আমি মনে করি।’