সৌদি আরবে বিদ্রোহীদের ওপর হামলা
ইন্টারন্যাশনাল ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফে সরকার বিরোধীদের ওপর হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আওমিয়া শহরে শুক্রবার এ হামলা চালানো হয়। সংঘর্ষের সময় বিদ্রোহীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সৌদি আরবে সরকার বিরোধীদের ডাকা অবরোধের অংশ হিসেবে এই প্রতিবাদ হয়। ২০ ফেব্রুয়ারি আওমিয়ার কাছে সশস্ত্র বাহিনীর গুলিতে দুই বিদ্রোহী মারা যান। এর একদিন আগে কাতিফে বিদ্রোহের কারণে সাতজন বিদ্রোহীর ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। মানবাধিকার সংগঠনগুলো এই রায়ের সমালোচনা করেছে এবং বন্দীদের মুক্তি দাবি জানিয়েছে।
মানবাধিকার কর্মীদের মতে, সৌদি আরবে ৩০ হাজারের বেশি রাজনৈতিক বন্দী রয়েছে। এসব লোকের নামে সরকারের বিরুদ্ধে স্লোগান এবং নিরাপত্তা বাহিনীর ওপর পেট্রোল বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, গত তিন বছর থেকে পূর্বাঞ্চল প্রদেশে সরকারি বাহিনী ও বিদ্রাহীদের সংঘর্ষ লেগে আছে। রিয়াদ সরকার সৌদিতে যে কোনো ধরনের সমাবেশ অবৈধ ঘোষণা করেছে। বিদ্রোহ চলাচলে কয়েকজন নিহত হয়েছেন।