মাগুরাবাসীর স্বপ্নের রেললাইন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাগুরায় রেললাইন স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রকল্পের অধীনে জেলার মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করা হবে।মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রেলপথ সচিব সেলিম রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রকল্পের পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪দশমিক ৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে।