আগামী সপ্তাহে আসছে ফাইজারের টিকা
ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা আসছে আগামীসপ্তাহে আসছে। এর আগে প্রথম গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেশে আসে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। তারপর চলতি মাসের শুরুতে আসে চীনের সিনোফার্মের তৈরি টিকা। অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয় ২৭ জানুয়ারি আর চীনের টিকা দেওয়া শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে।স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ফাইজারের টিকা আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কোভ্যাক্স গ্রুপ থেকে। কোভ্যাক্স থেকে প্রথম ধাপে বিনা মূল্যে দেশের ১১ শতাংশ মানুষের জন্য টিকা আসার কথা রয়েছে। পরে সরকার চাইলে ওই গ্রুপ থেকে কিনে আরো টিকা আনতে পারবে। এই টিকা কিভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।