জ্যামাইকা তালওয়াসে সাকিব
সিপিএলের ড্রাফটে সাকিব আল হাসানকে দলে নিয়েছে জ্যামাইকা তালওয়াস। চার বছর আগে এই জ্যামাইকার হয়েই খেলেছিলেন সাকিব। সর্বশেষ বার্বাডোজের হয়ে খেলেছিলেন ২০১৯ সালে। এ পর্যন্ত মোট পাঁচটি মৌসুম সাকিব খেলেছেন সিপিএলে। ৩০টি ম্যাচে ৩৫৪ রানসহ উইকেট নিয়েছেন ২৯টি। একটি ভেন্যু সেন্ট কিটসের ওয়ার্নার পার্কেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ এবং মাঠে পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশেরও অনুমতি দেওয়া হবে।২৮ আগস্ট থেকে শুরু হবে গেইল-পোলার্ডদের এই ঘরোয়া টুর্নামেন্ট। সূচি মিলিয়ে সাকিব কি খেলতে পারবেন সিপিএল? নাকি আইপিএএলের মতো ছুটি নিয়ে তিনি খেলতে যাবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
Posted in: খেলা