দিশেহারা হয়ে সরকার বিরোধীদের ক্রসফায়ারে হত্যা করছে : মওদুদ
নিজস্ব প্রতিবেদক : আন্দোলন সংগ্রামে দিশেহারা হয়ে সরকার বিরোধী নেতাকর্মীদের ক্রসফায়ারের নামে হত্যা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কবিরহাট পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, তুমুল আন্দোলন সংগ্রামে ভীত হয়ে সরকার ক্রসফায়ারের নামে ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা করছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করা হয়েছে। তারা এমনভাবে সরকারের গোলামি করছে যে তারা এখন বিএনপির নেতাকর্মীদের মারধর করছে। তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর করছে। মওদুদ বলেন, শুধু সরকারি বাহিনী নয়, সরকারি দলের নেতাকর্মীরাও বিরোধী নেতাকর্মীদের উপর হামলা করছে।
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বিএনপি নীতিগত কারণে দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেনি। উপজেলা নির্বাচনের মধ্যদিয়ে সেই বক্তব্য আজ সত্য প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে দুটো বিষয় আবারও প্রমাণিত হয়েছে। সেগুলো হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারে না।
তিনি আরো বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন সাধারণ নির্বাচনের পরে গণতন্ত্র একেবারে শেষপ্রান্তে চলে গেছে। গণতান্ত্রিক শক্তি সমূহকে সংগঠিত করে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ইচ্ছার প্রতিফল ঘটনানোর প্রত্যয় নিয়ে আমরা এখন কাজ করছি।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. ইলিয়াস।