বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ম্যানসিটির প্রথম না চেলসির দ্বিতীয়,কে জিতবে শিরোপা ?

ম্যানসিটির প্রথম না চেলসির দ্বিতীয়,কে জিতবে শিরোপা ? 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার সিটি। পর্তুগালের পোর্তোতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এটি ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতার ৬৬তম মৌসুমের ফাইনাল হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনাল দেখবে ফুটবল বিশ্ব। এর আগে ২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-চেলসি এবং ২০১৯ সালে শিরোপাজয়ী লিভারপুলের বিপেক্ষ মাঠে নেমেছিল টটেনহ্যাম।ইউরো মঞ্চে সিটির সামনে প্রথম শিরোপার হাতছানি। টুর্নামেন্টের ৬৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা। পুরো মৌসুমে দারুণ দাপট দেখাচ্ছে পেপ গার্দিওলার ম্যানসিটি। বেশ কয়েকটি রেকর্ড গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইপিএলের পাশাপাশি ইএফএল কাপের শিরোপাও ঘরে তুলেছে তারা। সেই সুযোগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তুলতে চায় তারা। অন্যদিকে তৃতীয়বার ফাইনালে ওঠা চেলসির দৃষ্টিসীমায় দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ২০১২ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে ব্লুজরা তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছিল। সবশেষ দুইবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করেছে চেলসি। গত ১৭ এপ্রিল এফএ কাপের ফাইনালের পর ৮ মে ইংলিশ প্রিমিয়ার লিগেও সিটিকে হারিয়েছে চেলসি। এই দুই ম্যাচের পারফরম্যান্স ফাইনালের আগে আত্মবিশ্বাস জোগাবে চেলসির ফুটবলারদের।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone