আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৬
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। আজ শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসটি জব্দ করা হয়েছে। জানা গেছে, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে একটি মিনি বাসে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ওই তরুণী। পথের মধ্যে ফাঁকা রাস্তায় তাকে জোরপূর্বক গণধর্ষণ করে ওই ৬ ব্যক্তি। পরে মিনি বাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেয়। সেখানে বাসটি থামার পরই পুলিশ সদস্যরা ৬ ব্যক্তিকে তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক করে। এসময় বাসটিও জব্দ করে থানা নিয়ে যাওয়া হয়।
Posted in: জাতীয়