রেকর্ড ভাঙবে মাধুরী-জুহির গুলাব গ্যাং!
বিনোদন ডেস্ক : বলিউডের তিন খান কিংবা হৃতিক রোশনের ‘কৃশ থ্রি’ ছবির রেকর্ড ভাঙার জন্য আসছে মাধুরী ও জুহি চাওলার ‘গুলাব গ্যাং’। অবশ্য এর জন্য অপেক্ষা করতে হবে আগামী ৭ মার্চ পর্যন্ত। ওই দিনই এ বছরের সবচেয়ে বেশি প্রতীক্ষিত ছবি ‘গুলাব গ্যাং’ মুক্তি পেতে যাচ্ছে।
এরই মধ্যে ছবিটির প্রচারণার অংশ হিসেবে মাধুরী ও জুহি জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারে একসঙ্গে পোজ দিয়েছেন। এমন খবর জানিয়েছে জিনিউজ।
এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে সৌমিত্র সেনের তৈরি এ ছবির ট্রেইলার। শক্তিশালী এক নারী চরিত্রে এ ছবিতে দেখা যাবে মাধুরীকে। তবে প্রথমবারের মতো নেগেটিভ চরিত্রে দেখা যাবে জুহিকে।
ছবিটি উত্তর প্রদেশের বিখ্যাত মহিলা দল ‘গুলাব গ্যাং’ নিয়ে তৈরি হয়েছে ছবিটি।