১১ দেশের পর্যটকদের জন্য খুলছে সৌদি আরব
৩০ মে থেকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ১১ দেশের পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সৌদি আরব।যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরবরাহ করা তথ্য বিচার করেই এই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এই দেশগুলো থেকে সৌদি আরবে আসা পর্যটকদের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে বলে খবরে জানানো হয়।এর আগে গত ১৭ মে সৌদি আরব দেশটির নাগরিকদের জন্য বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়।খবর :আল-আরাবিয়া।
Posted in: আর্ন্তজাতিক