সাকিব ৩ ম্যাচ নিষিদ্ধ, ৩ লাখ টাকা জরিমানা
এইদেশ এইসময়, ডেস্ক : ক্যামেরার সামনে অশোভন আচরণ করায় ক্রিকেটার সাকিব আল-হাসানকে তিন ম্যাচ নিষিদ্ধ এবং ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বৃহস্পতিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে বসে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশ সেরা এই ক্রিকেটারের এমন আচরণে রীতিমতো ক্ষুব্ধ ও মর্মাহত দেশের ক্রিকেট প্রেমীরা।
বাংলাদেশ ক্রিকেটে সাকিব এক অনুকরণীয় আদর্শ। কিন্তু ক্রিকেট ক্যারিয়ারে বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটিয়ে বিস্তর সমালোচনারও জন্ম দিয়েছেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার বাংলাদেশের ইনিংস চলাকালে আউট হয়ে সাজঘরে ফেরার পর সাকিব শরীরে একটি তোয়ালে জড়িয়ে সতীর্থদের খেলা দেখতে থাকেন।
এ সময় ক্যামেরায় তাকে বেশ কয়েক বার ফোকাস করা হয়। কিন্তু তৃতীয়বার যখন তাকে ফোকাস করা হয় তখন তিনি এমন অশালীন অঙ্গভঙ্গি করেন যা দেখে হতবাক হয়ে যান ক্রিকেটপ্রেমীরা।
এই অশোভন আচরণের ব্যাখা এবং করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতেই এক জরুরি বৈঠকে বসে বিসিবির কর্মকর্তারা। শুক্রবার এক মেইলবার্তায় বিসিবি মারফত জানানো হয়। সাকিব কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন। ক্রিকেটের নিয়ম বহির্ভূত কাজ করায় তাকে আগামী তিনটি একদিনের (ওয়ান ডে) ম্যাচ থেকে বহিষ্কার করা হয়েছে। সঙ্গে তিন লাখ টাকা জরিমানা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন মেইল বার্তায় জানিয়েছেন, সাকিব নিজের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়েছেন। বিসিবি তাকে সর্তক করে দিয়েছে।