যুদ্ধবিরতির পর ইসরাইলি পুলিশের হাতে আটক ১৭০০
গত দুই সপ্তাহে ইসরাইলে অন্তত এক হাজার সাত শ’ আরব নাগরিককে আটক করেছে ইসরাইলি পুলিশ। এই সময়ে ইসরাইলে আরব বাসিন্দাদের এবং তাদের সম্পত্তির ওপর তিন শ’র বেশি হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলে আরব নাগরিকদের সংস্থা হাই কমিটি ফর আরব সিটিজেনস ইন ইসরাইলের সংশ্লিষ্ট আরব ইমারজেন্সি কমিটি জানিয়েছে, মসজিদুল আকসায় ইসরাইলি বাহিনীর হামলা এবং গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন প্রতিরোধের সাথে সংহতি জানিয়ে ইসরাইলে আরব নাগরিকদের বিক্ষোভের আয়োজনের কারণে এই আটক অভিযান চালানো হচ্ছে। কমিটি আরো জানায়, ইসরাইলে আরব নাগরিকদের বিরুদ্ধে আটক অভিযান এখনো চলছে। প্রতিদিনই অন্তত এক শ’ জন করে আরব নাগরিককে আটক করা হচ্ছে।যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলে বাস করা আরব বাসিন্দাদের বিরুদ্ধে আটক অভিযান শুরু করে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। খবর: মিডল ইস্ট মনিটর।