শুরু হচ্ছে কপিল শর্মা শো
‘দ্য কপিল শর্মা শো’ তুমুল জনপ্রিয় কৌতুক টক শো। যেখানে বিনোদন শিল্প থেকে বিশেষ অতিথিরা তাদের চলচ্চিত্র প্রচার-প্রচারণা থেকে শুরু করে নানা কারণেই এই শোতে আসেন। অনুষ্ঠানের স্টার কাস্টে ভারতী সিং, কিকু শারদা, চন্দন প্রভাকর, সুমোনা চক্রবর্তী এবং কৃষ্ণ অভিষেকের মতো বিখ্যাত কৌতুক অভিনেতা অন্তর্ভুক্ত রয়েছে। শোতে স্থায়ী অতিথি হিসেবে থাকেন অর্চনা পুরাণ সিং।চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় শোটি। সুখবর হলো আগামী জুলাই মাসেই দুর্দান্ত এক প্রত্যাবর্তন দেখাবে কপিল ও তার টিম।শোয়ের উপস্থাপক ও প্রাণ ভোমরা কপিল শর্মার দ্বিতীয় সন্তান দুনিয়ায় আসার পর ব্যক্তিগত কারণেই অনুষ্ঠানটি বন্ধ রেখেছিলেন তিনি। এরপর শুরু হয় করোনায় লকডাউন। সব প্রতিবন্ধকতা ঝেড়ে ফেলে নতুন করে ফিরছেন তিনি।শোতে বেশকিছু নতুন মুখের দেখা মিলবে। স্ক্রিপ্ট লেখক এবং অভিনেতা থেকে শুরু করে বেশ কয়েক জায়গায় নিয়ে আসা হয়েছে পরিবর্তন। মাসখানেক আগেই কপিল শর্মা তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে অভিনেতা অভিনেত্রী মধ্যে যাদের এই হাস্যরসাত্মক শোতে কাজ করার ইচ্ছা তাদের আহ্বান জানিয়েছিলেন।