আবারো আলোচনায় রাখি সাওয়ান্ত
না কারণেই খবরে থাকেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে রাখিকে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘দিওয়ানি মাস্তানি’ গানে দীপিকা পাড়ুকোনের মতো সাজে দেখা গেছে। ভিডিওতে তার বিভিন্ন হতাশার কথা সাংবাদিকদের জানিয়েছেন রাখি।এই অভিনেত্রী জানান, করোনা মহামারির এই সময় বেশ হতাশায় কাটাচ্ছেন তিনি। ভ্যাকসিন পাচ্ছেন না। বিভিন্ন কাজের সুযোগ তৈরি হলেও করোনার কারণে তা ভেস্তে গেছে। এছাড়া তার স্বামী রিতেশও তার কাছ থেকে দূরে রয়েছে। তাই মাস্তানি সাজে রাস্তায় নেমে তার বাজিরাও রিতেশকে খুঁজছেন তিনি। রাখিকে বলা হয় বলিউডের ‘ড্রামা কুইন’। আলোচনায় থাকার জন্য প্রায়ই নানা কাণ্ড করে বসেন। কিছুদিন আগে পিপিই পরে রাস্তায় বেরিয়েছিলেন। এছাড়া সম্প্রতি গায়ক মিকা সিংয়ের সঙ্গে ফের বন্ধুত্ব হয়েছে তার। প্রকাশ্যে রাখিকে চুমু খেয়েছিলেন মিকা। সেই থেকে দু’জনের দূরত্ব তৈরি হয়েছিল। পাশাপাশি বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন রাখি।