আবারো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন বিজয় ও কীর্তি
তামিল সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ।২০১৭ সালে ‘বাইরাভা’ সিনেমায় তারা জুটি বেঁধে অভিনয় করেন। পরের বছরই ‘সরকার’ সিনেমায় অভিনয় করেন তারা। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। বিরতি ভেঙে আবারো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন এই যুগল। নাম ঠিক না হওয়া এ সিনেমায় তাদের আবারো রোমান্স করতে দেখা যাবে। এটি পরিচালনা করবেন ভামসি পায়দিপল্লী। এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন কীর্তি সুরেশ। এখনো সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি কীর্তি। আবারো এ সিনেমায় কীর্তি-বিজয়ের এক হতে যাওয়ার বিষয়টি এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচিত বিষয়। খুব শিগগির সিনেমাটির কাজ শুরু করবেন পরিচালক।