সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পাখিমারা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু আশরাফ বাহিনীর প্রধান আশরাফ ওরফে রাঙা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া শীর্ষ নিউজকে বলেন, রাত ৩টার দিকে দস্যুতার চেষ্টাকালে পুলিশের টহল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বাহিনী প্রধান আশরাফ ওরফে রাঙা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তার (আশরাফ) বিরুদ্ধে সুন্দরবনে দস্যুতার ২০টি মামলা রয়েছে। আশরাফ ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি বলেও জানান ওসি।