বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়লো ইতালি
বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইতালি। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে মেয়াদ বাড়ানো হয়েছে বলে রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। গত এপ্রিলে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইতালি। রোববার ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। রোববার স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই তিন দেশে বাস করা ইতালির নাগরিকরা দেশে ফিরতে চাইলে তাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে না।