প্রধানমন্ত্রী আজ কক্সবাজার যাচ্ছেন
এইদেশ এইসময়, ঢাকা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ (রোববার) দুপুরে সাড়ে ৪ ঘণ্টার সফরে কক্সবাজার যাচ্ছেন। নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনকে সামনে রেখে তিনি কক্সবাজার সফর করলেও রয়েছে নানা কর্মসূচি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১২টায় কক্সবাজার পৌঁছবেন। দুপুর সোয়া ২টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করবেন।
একই স্থান থেকে উদ্বোধন করবেন সদ্য অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
এরপর দুপুর আড়াইটায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।