আর্জেন্টিনা নয়, ব্রাজিলে হবে ‘কোপা আমেরিকার’
কলম্বিয়া থেকে কোপা আমেরিকার ভেন্যু সরিয়ে নেয়ার পর এককভাবে আয়োজনের দায়িত্ব পড়েছিল আর্জেন্টিনার ওপর। কিন্তু করোনাভাইরাসে বিধ্বস্ত আর্জেন্টনাও শেষ পর্যন্ত হারায় আয়োজকের দায়িত্ব। টুর্নামেন্ট শুরুর মাত্র ১৪ দিন আগে রোববার রাতে লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) জানায় এই খবর। একদিন পর নতুন আয়োজকের নামও ঘোষণা করেছে তারা। আর্জেন্টিনা থেকে কোপা আমেরিকার এবারের আসরটি চলে গেছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলে। কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছর (২০২০ সালে)। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে গত বছর স্থগিত করা হয়েছিল টুর্নামেন্টটি।
Posted in: খেলা