ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের খেলা স্থগিত
‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট ‘বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। সকাল থেকেই প্রবল বৃষ্টি থাকায় দ্বিতীয় রাউন্ডের সকালের খেলা মাঠে গড়ায়নি। ঢাকা লগের আয়োজক সিসিডিএম শেষ পর্যন্ত আজ দিনের খেলা স্থগিত ঘোষণা করে। সকাল থেকেই প্রবল বৃষ্টি থাকায় দ্বিতীয় রাউন্ডের সকালের খেলা মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত আজ দিনের খেলা স্থগিত ঘোষণা করে আয়োজক সিসিডিএম। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই খেলাগুলো হবে তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন)। প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পেছাচ্ছে। অর্থ্যাৎ তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।’