পাঁচ বছরের চুক্তিতে গার্সিয়াকে ফেরাল বার্সা
ফ্রি ট্রান্সফারে এরিক গার্সিয়াকে ফেরালো কাতালান জায়ান্টরা।গার্সিয়ার সঙ্গে চুক্তি হলো পাঁচ বছরের। ৪০ কোটি ইউরো বাই আউট ক্লজে তিনি থাকবেন ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত। ২০০৮ সাল থেকে লা মাসিয়ায় বেড়ে ওঠা গার্সিয়া ২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। যুব দলের হয়ে খেলে পরের বছর মূল দলে অভিষেক হয় তার।তিন বছর সিটিজেনদের সঙ্গে থেকে এবার ঘরে ফিরছেন ২০ বছর বয়সী এই সেন্টার ব্যাক। প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বার্সা খেলোয়াড় হবেন তিনি।
Posted in: খেলা