মীরাক্কেলের রানারআপ বাংলাদেশের উচ্ছ্বাস
জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের দশম আসরে দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রংপুরের সন্তান তৌফিক এলাহী আনসারী উচ্ছ্বাস। পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থসারথির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ বিজয়ী হন তিনি।যৌথভাবে বিজয়ী হয়েছেন শান্তনু মণ্ডল ও শুভজিৎ দাস। যৌথভাবে প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন সিধু হোশ ও রোশনি। সোমবার (৩১ মে) রাতে এ অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে এই ঘোষণা করা হয়। এবারো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার উপস্থাপনা করেন মীর আফসার আলি। এটি পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। তবে এবার বিচারকের আসনে ছিলেন না শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরান বন্দ্যোপাধ্যায়। বিচারকের দায়িত্ব পালন করেন টলিউড অভিনেত্রী পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক। রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের এমবিবিএসের শিক্ষার্থী তৌফিক এলাহী আনসারী উচ্ছ্বাস। গত বছরের ২৭ সেপ্টেম্বর করোনা পরিস্থিতির মধ্যে তিনিসহ চারজন প্রতিযোগী কলকাতা পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। মীরাক্কেলের গ্র্যান্ড ফিনালের জন্য গত মাসে কলকাতায় যান উচ্ছ্বাস। সেখান থেকে দেশে ফিরেই কুষ্টিয়ায় কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।খবর : টাইমস অব ইন্ডিয়া।