ইরানে চীনা নাগরিক গ্রেফতার
বিনাঅনুমতিতে ইরানি নারীদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে ইরান।ইরানের মধ্যাঞ্চলীয় কাশান শহরের একটি টোল বুথ থেকে ওই চীনা নাগরিককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ ও গোয়েন্দারা। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রুহুল্লাহ দেহকানি নামে এক প্রসিকিউটর।ইরানি নারীদের সঙ্গে সহজেই সাক্ষাৎ করা যায়- সামাজিক মাধ্যমে এ ধরনের একাধিক পোস্ট করেছিলেন ওই চীনা নাগরিক। এ নিয়ে অভিযোগ উঠলে ইউটিউবের এক ভিডিওবার্তায় তিনি জানান, সেই ছবিগুলো মুছে ফেলা হয়েছে। আর এ ঘটনায় ক্ষমাও চান ওই ব্যক্তি। খবর : রয়টার্স।
Posted in: আর্ন্তজাতিক