মানবদেহে শনাক্ত হলো বার্ড ফ্লু
প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হয়েছে এইচ১০এন৩ বার্ড ফ্লু। মানবদেহে এ ফ্লু দেখা দেওয়ায় আতঙ্ক বিরাজ করছে। চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশে গত মঙ্গলবার (০১ জুন) এ রোগ শনাক্ত হয়। গত ২৮ এপ্রিল বার্ড ফ্লুর ধরনটিতে আক্রান্ত ওই ব্যক্তি জ্বরসহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি ঝেনজিয়াং শহরের বাসিন্দা। এর এক মাস পর ওই ব্যক্তির শরীরে ফ্লুর ধরন থাকার বিষয়টি নিশ্চিত হয়।চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল। শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। খবর : রয়টার্স।
Posted in: আর্ন্তজাতিক