বিশ্বকাপ আয়োজনে ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বিসিসিআইকে
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারত বিশ্বকাপ আয়োজন করতে পারবে কিনা তা জানাতে আগামী ২৮ জুন পর্যন্ত বিসিসিআইকে সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (১ জুন) আইসিসির বোর্ড সভা বসেছিল। বিসিসিআইয়ের পক্ষ থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারতীয় ক্রিকেট বোর্ডেও (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে বিসিসিআই এক মাস সময় চেয়েছিল, তাতে রাজি হয় আইসিসি। বিসিসিআইয়ের অনুরোধে আইসিসি একমত হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে। তারা আগামী মাসে একটি বাস্তবসম্মত পরিকল্পনা জমা দেবে।