ধর্ষকের পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী
স্পেনের একটি বার থেকে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ওই নারীর পরিচয় খুঁজতে গিয়ে দেখা গেছে, তিনি বাংলাদেশি প্রবাসী। ওই নারীর দাবি, মালিক তাকে ধর্ষণের চেষ্টা চালানোর সময় ছুরি দিয়ে তিনি হামলা চালান। বার্সেলোনার কাছে সান্ট আন্দ্রেউ দে লা বার্সা এলাকার একটি বারে মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। নারীর বয়স ৩০ বছরের মতো। তিনি নিজেই থানায় গিয়ে ধরা দেন। ততক্ষণে বারের মালিক হাসপাতালে যান অপারেশনের জন্য। ওই নারী দাবি করছেন যৌনহামলা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে তিনি এই কাজ করেছেন। থানায় ভুক্তভোগী নারী বলেছেন তাকে একাধিকবার ধর্ষণ করেছেন বারের মালিক। মঙ্গলবার আবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করতে যান তিনি।