চীনা যুদ্ধবিমান মালয়েশিয়ার আকাশসীমা লঙ্ঘন করার নিন্দা জানিয়েছে
চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর ১৬টি বিমান মালয়েশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজডে) প্রবেশ করে সোমবার। দক্ষিণ চীন সাগরে এসব বিমানের সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে মালয়েশিয়ার সেনাবাহিনী। চীনের যুদ্ধবিমান মালয়েশিয়ার আকাশসীমায় প্রবেশ করায় ক্ষিপ্ত মালয়েশিয়া। এজন্য মালয়েশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করার কথা জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তার কাছে এই অনুপ্রবেশের ব্যাখ্যা চাওয়ার কথা।মালয়েশিয়ার বিমানবাহিনী বলেছে, তারা সোমবার ওইসব বিমানকে সংঘবদ্ধভাবে ধাওয়া করে। এর আগে তা মালয়েশিয়ার বোর্নিও রাজ্যের সারাওয়াক রাজ্যের ৬০ নটিক্যাল মাইলের ভিতরে প্রবেশ করে। তারা একে মালয়েশিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও ফ্লাইট নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি বলে বর্ণনা করেছে। কয়েকবার নির্দেশনা দেয়া সত্ত্বেও চীনের বিমানগুলো আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেনি। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হোসেন বলেছেন, কূটনৈতিকভাবে এর প্রতিবাদ জানিয়ে একটি নোট দেবে মালয়েশিয়া এবং আকাশসীমা, সার্বভৌমত্ব লঙ্ঘন করার ব্যাখ্যা চাওয়া হবে মালয়েশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের কাছে। তিনি বলেন, মালয়েশিয়ার অবস্থান পরিষ্কার। যেকোনো দেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক চায়। তার মানে এই নয় যে, মালয়েশিয়া তার জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোস করবে না। খবর : সিএনএন।