ত্রিশালে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামি ছিনতাই, পুলিশ নিহত
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ৩ আসামি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
রোববার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। পথিমধ্যে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা প্রিজন ভ্যানের গতিরোধ সশস্ত্র হামলা চালায়। দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে আতিকুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আরো ২ পুলিশ সদস্য আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, প্রিজন ভ্যানে ময়মনসিংহ সিনেমা হলে বোমা হামলা মামলার আসামি এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির শূরা সদস্য মৃত্যুদ-প্রাপ্ত সালাউদ্দিন সালেহীনসহ ৩ আসামি ছিল। অপর দু’জনের মধ্যে রফিক ফাঁসির এবং মিজান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।