অভিষেক টেস্ট লর্ডসে কনওয়ের সেঞ্চুরি
কনওয়ে টেস্ট অভিষেকেই আদায় করে নিলেন দুরন্ত এক সেঞ্চুরি। কেন উইলিয়ামসন, টম লাথামও রস টেলরদের ব্যাটিং ব্যর্থতার দিনে ব্যাট হাতে দাপট দেখালেন ডেভন কনওয়ে।দলকে টেনে তুলেছেন তিনি খাদের কিনারা থেকে।ডেভন কনওয়ের টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট ক্যারিয়ারের শুরুটাও ছিল দুর্দান্ত। এবার টেস্ট অভিষেকেই পেলেন জাদুকরী তিন অঙ্কের টাকা দেখা। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ‘ক্রিকেটের মক্কা’ লর্ডসে সেঞ্চুরি হাঁকালেন ডেভন কনওয়ে। অতিথি দলের হয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এ কৃতিত্ব ছুঁলেন তিনি। নিজের নাম লেখালেন লর্ডসের অনার্স বোর্ডে। উদ্বোধনী এ ব্যাটসম্যানের ঐতিহাসিক শতকের ওপর ভর করে সফরকারীরা হাঁটছেন বড় সংগ্রহের দিকে। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে তিন উইকেটে ২৪৬ রান। দলের বিপদ কাটিয়ে চতুর্থ উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ২৮৯ বলে ১৩২* রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে এখনো উইকেটে টিকে আছেন ডেভন কনওয়ে। ২৪০ বলে ১৬ চারে ১৩৬* রান তুলে এখনো ব্যাটিংয়ে আছেন ডেভন কনওয়ে। ১৪৯ বলে ৩ বাউন্ডারিতে ৪৬* রান নিয়ে তাঁকে সঙ্গ দিয়ে যাচ্ছেন হেনরি নিকোলস। লর্ডসের ১৩৭ বছরের ইতিহাসে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন ডেভন কনওয়ে। এর আগে ১৯৯৬ সালে লর্ডসে সৌরভ গাঙ্গুলী খেলেছিলেন ১৩১ রানের ইনিংস। দেশের বাইরে টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ ইনিংস। ২০১০ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে উইলিয়ামসন খেলেন ১৩১ রানের অসাধারণ এক ইনিংস।