রাতে আইনজীবীদের সাথে খালেদা জিয়ার মতবিনিময়
এইদেশ এইসময়, ঢাকা : জাতীয়তাবাদীপন্থী সিনিয়র আইনজীবীদের সাথে মত বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল সোমবার সাস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় করবেন খালেদা জিয়া।
উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদীপন্থী পেশাজীবী পরিষদ, শিক্ষক প্রতিনিধি, ডাক্তার, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও প্রকৌশলীদের সাথে মতবিনিময় করেন।