কঙ্গোয় অগ্ন্যুৎপাতের পর বিশুদ্ধ পানির সংকটে ৫ লাখ মানুষ
কঙ্গোর পূর্বাঞ্চলে নাইরাগঙ্গো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বিশুদ্ধ পানির সংকটে পড়েছে পাঁচ লাখ মানুষ। দেশটির গোমা শহরে বিশুদ্ধ পানি সরবরাহ করতে না পারলে সেখানে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।গোমা শহর থেকে মাত্র ছয় মাইল দূরে নাইরাগঙ্গো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে একটি পানি সংরক্ষণাগার ও পানি সরবরাহের অনেক লাইন ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া গৃহহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। শহরটির জনসংখ্যা ২০ লাখ।নাইরাগঙ্গো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির একটি।
Posted in: আর্ন্তজাতিক