সাতক্ষীরায় এক সপ্তাহের ‘লকডাউন’
করোনার প্রকোপ বাড়ায় আগামী ৫ জুন থেকে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ বিষয়ক কমিটির সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ তথ্য জানান। সভায় জানানো হয়, সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ এ হার দাঁড়ায় ৫৭ শতাংশে।করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতাল এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিকভাবে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন। এ সাতদিন দোকান-পাট, শপিং মল, গণপরিবহন সব বন্ধ থাকবে।লকডাউনের এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে, ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক, অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে।একইসঙ্গে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে। তবে বন্দরের দোকানপাট বন্ধ থাকবে। দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচলও। সাতক্ষীরার সঙ্গে যশোর ও খুলনার সড়ক যোগাযোগে পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হবে। বন্ধ থাকবে সীমান্ত পারাপার। শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে নিয়মিত। বাধানিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে।