২০২১-২২বাজেটে ক্রীড়াঙ্গনে বরাদ্দ কমলো
২০২১-২২ প্রস্তাবিত বাজেটে কমেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ। এর মধ্যে ক্রীড়া উন্নয়ন প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ ধরা হয়েছে ২৭৮ কোটি ৩ লাখ টাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ছাড়া সব প্রকল্পই ঢাকার বাইরে। সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার উন্নয়নে নীতি-কৌশল বাস্তবায়ন করে আসছে সরকার। এই মুহুর্তে ১৪ টি উন্নয়ন প্রকল্প চলমান বলেও জানান অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে উপজেলা ভিত্তিক শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আগামী অর্থ বছরের বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ১২২ কোটি। চলতি অর্থ বছরে যা ছিলো ১ হাজার ৪৭৮ কোটি টাকা। সংশোধিত বাজেটের তুলনায়ও এবার বরাদ্দ কমছে ৫ কোটি।ক্রীড়া উন্নয়নে মোট বরাদ্দ ২৭৮ কোটি ২ লাখ টাকা। হতাশ হতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। ৫০ কোটি টাকা চাইলেও, তা পাচ্ছে না। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩০ কোটি টাকা। ঢাকার ভেতর খেলাধুলার উন্নয়নে আর কোনা প্রকল্প অনুমোদন পায়নি। নারী প্রশিক্ষনার্থীদের উন্নয়ন, শ্যুটিং জোন ও আঞ্চলিক কেন্দ্রের উন্নয়নে বড় বরাদ্দ পেয়েছে বিকেএসপি। কক্সবাজার, বরিশাল, রংপুর, পাবনা, ভোলা ও কুষ্টিয়ার খেলাধুলার উন্নয়নে রাখা হয়েছে আলাদা বরাদ্দ।