ফ্রেঞ্চ ওপেনে নাদাল, ফেদেরার, জকোভিচের দাপট
হাঁটুর ইনজুরি কাটিয়ে দীর্ঘ ১৬ মাস পর গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকেছেন আরেক ফেভারিট রজার ফেদেরার। তবে ক্রোয়াট তারকা ম্যারিন সিলিচকে হারাতে ঘাম ঝরেছে ফেডেক্সের। শেষ পযর্ন্ত ফেদেরারের জয় ৬-২, ২-৬, ৭-৬, ৬-২ গেমে।রোলা গারোয় রিচার্ড গ্যাসকুয়েটকে ৩-০ সেটে হারিয়েছে ক্লে কোর্টের রাজা নাদাল। প্রথমসেটে পাত্তাই পাননি ফ্রেঞ্চ তারকা গ্যাসকুয়েট। সেট হারেন ৬-০ গেমে। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়লেও শেষ পযর্ন্ত নাদাল সেট জিতে নেন ৭-৫ গেমে। আর শেষ সেটে জয় ৬-২ গেমে। তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষে বৃটিশ ক্যামেরন নরি।এদিকে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, ইঘা স্ফিয়নতেকের মত সব ফেভারিটরা।