লর্ডসে ইতিহাস গড়লেন ডেভন কনওয়ে
ক্রিকেটের ‘মক্কা’খ্যাত লর্ডসে যেন নিজ হাতে ইতিহাস লিখেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অভিষেক ম্যাচে নেমেই সেঞ্চুরি হাঁকালেন কনওয়ে। এর মধ্য দিয়ে ভাঙলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ২৫ বছরের পুরনো রেকর্ড। লর্ডসে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ম্যাথু সিনক্লেয়ারের পর নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই ডাবল সেঞ্চুরির দেখা পেলেন কনওয়ে। এ ছাড়া প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি।টেস্ট অভিষেকে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির মুখ দেখলেন কনওয়ে। সর্বশেষ এ নজির গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা কাইল মেয়ার্স। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে অপরাজিত ২১০ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেন এই ক্যারিবীয়।