জয় দিয়ে ইউরোর প্রস্তুতি শুরু ইংল্যান্ড-ফ্রান্সের, ড্র করেছে জার্মানি ও নেদারল্যান্ডস
প্রীতি ম্যাচে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড।ফ্রান্স সহজেই ৩-০ গোলে হারিয়েছে ওয়েলসকে। নিকো উইলিয়ামস শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ছন্নছাড়া হয়ে পড়ে ওয়েলস। একপেশে ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোয়েন গ্রিয়েজম্যান, উসমান ডেম্বেলের গোলে ঘরের মাঠে সহজ জয় পায় ফরাসিরা। ৬ বছর পর এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরেছেন করিম বেনজামা। তবে ফেরাটা সুখকর হয়নি রিয়াল মাদ্রিদ তারকার। ম্যাচে তার পেনাল্টি রুখে দেন ওয়েলস গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।ড্র করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। আর ডাচদের ২-২ গোলে রুখে দিয়েছে স্কটল্যান্ড ইংল্যান্ড ১-০ গোলে জিতেছে অস্ট্রিয়ার বিপক্ষে। আর্সেনালের তরুণ বুকায়ো সাকা গোল করেছেন ইংলিশদের হয়ে। এদিকে জোয়াকিম লোর বাজে সময় অব্যাহত রেখে ডেনমার্কের সাথে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। ইউরোর আগে অভিজ্ঞ থমাস মুলার, ম্যাট হুমেলসকে ডেকে এই ম্যাচে খেলিয়েছে কোচ।