হুবহু শাহরুখ খান
বিশ্বে প্রায় একরকম চেহারার মানুষ চারদিকে ছড়িয়ে আছে। কিন্তু তাদের খোঁজ পেলে উত্তেজিত হয়ে যান নেটাগরিকরা। কিন্তু নেটাগরিকরা সম্প্রতি আর এক ব্যক্তির খোঁজ পেয়েছেন। তাদের দাবি, ‘এ যেন হুবহু শাহরুখ’! । প্রায় আড়াই দশক আগে ডুপ্লিকেট ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। তবে এই ছবি দেখলে আপনি এই ব্যক্তিকে শাহরুখের ডুপ্লিকেট ভাববেন না শাহরুখ খান ভাববেন? এই ছবি দেখে চরম ধন্দে শাহরুখের জবরা ফ্যানেরাও।শাহরুখের মতো হবহু দেখতে এই যুবকের এখন সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে। এমনতি শাহরুখের হামশকল-এর সংখ্যা কম নয়। তবে এই ব্যক্তির সঙ্গে এসআরকে-র মুখের আদলের এতটাই মিল রয়েছে যে সত্যি অবাক হতে হয়। শাহরুখের নানা ছবির লুকে ফটোশ্যুট করাই ইব্রাহিমের নেশা তা সাফ বলে দিচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা এখন ৪৩ হাজারের কাছাকাছি। ইব্রাহিম ইনস্টাগ্রামে মাত্র একজনকে ফলো করেন, বলে দেওয়ার দরকার নেই তিনি কে! হ্যাঁ, শাহরুখ খান। এই যুবক ভারতীয়, টিক-টক স্টার হিসাবেও একটা সময় খ্যাতি অর্জন করেছিলেন। এমন মানুষ পৃথিবীতে বিরল তা নয়। তবে সকলকে ছাপিয়ে গিয়েছেন এই ভারতীয় যুবক।ইব্রাহিমের হাঁটা-চলা, শরীরী ভাষা সবের সঙ্গেই অদ্ভূত মিল রয়েছে শাহরুখের। প্রিয় অভিনেতাকে যে খুব ভালোভাবেই অনুকরণ করতে ওস্তাদ হয়ে উঠেছেন ইব্রাহিম তা বেশ স্পষ্ট।