বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আদালত কাঠগড়া থেকে পালিয়েছে ছাত্রলীগের ৪ আসামি

আদালত কাঠগড়া থেকে পালিয়েছে ছাত্রলীগের ৪ আসামি 

1278

এইদেশ এইসময়, ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলার ৪ আসামি পুলিশের উপস্থিতিতে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছে।

রোববার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবি এম নিজামুল হক তাদের জামিন বাতিল করলে তারা আদালত থেকে পালিয়ে যান।

এর আগে গত মাসের ২৩ তারিখে এ মামলার আসামিদের জামিন বাতিল চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের পিপি রফিকুল ইসলাম।

জামিন বাতিল হওয়া আসামিরা হলো-আশিকুর রহমান, রাশেদুল ইসলাম, খান মো. রফিক, মাহবুব আকরাম, ইশতিয়াক ও জাহিদুল ইসলাম।

এর মধ্যে রাশেদুল ইসলাম ও জাহিদুল ইসলাম গত চার কার্য দিবস আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ ক্যাডাররা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান বাদি হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুন্ডু অফি, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং মাজহারুল ইসলাম, অণুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোক প্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন। এরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতাকর্মী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone