দক্ষিণ-পূর্ব এশিয়াকে ৭০ লাখ টিকা দিবে যুক্তরাষ্ট্র
বৈশ্বিক টিকা সহায়তার অংশ হিসেবে প্রথম দফায় ৪১টির বেশি দেশকে আড়াই কোটি ডোজ দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় বিতরণের জন্য কোভ্যাক্সের কাছে দেয়া হবে ৭ কোটি ৬০ লাখ। ২৫ শতাংশ রিজার্ভ রাখা হবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ এবং জাতিসংঘের ফ্রন্টলাইনারদের জন্য। তালিকায় আছে বাংলাদেশসহ সার্কের ৭ দেশ। হোয়াইট হাউজ জানায় ওয়াশিংটনের প্রতিশ্রুত ৭০ লাখ ডোজ টিকা এ মাসেই পৌঁছে যাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ১৬ দেশে।প্রথম ধাপে আড়াই কোটি ডোজ বরাদ্দ দেয়া হয়েছে ৪১টির বেশি দেশে। এর মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ১৬ দেশকে দেয়া হবে ৭০ লাখ ডোজ।করোনারোধে এ মাসের মধ্যেই বিভিন্ন দেশে পৌছে যাবে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ২ কোটি ডোজ টিকা। বাকি ৬ কোটি ডোজও দ্রুত বিভিন্ন প্রান্তে পাঠানো হবে।প্রতিশ্রুত আড়াই কোটি ডোজ টিকা প্রথম দফায় সরবরাহ করা হবে। যার ৭৫ শতাংশই দেয়া হবে কোভ্যাক্সের আওতায়। লাতিন আমেরিকা অঞ্চলে গুয়াতেমালা, কলম্বিয়ার মত দেশ এবং দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশ, নেপালের মতো দেশ আছে অগ্রাধিকার তালিকায়। বিশেষ বিবেচনায় আছে ফিলিস্তিন, ইরাকও।প্রতিশ্রুত টিকার মধ্যে যুক্তরাষ্ট্রে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি এবং বাকী ২ কোটি ডোজ দেয়া হবে ফাইজার, মডার্না ও জনসনের।দায়িত্ব নেয়ার ৪ মাসের মাথায় যুক্তরাষ্ট্রে টিকাদানের সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনে বাইডেন-হ্যারিস জুটি এ মন্তব্য করে।৪ জুলাইয়ের মধ্যে ৭০ ভাগ মার্কিনিকে টিকার আওতায় আনা যাবে। এ টিকা গুরুতর অসুস্থতা, প্রাণহানি এবং অন্যদের মাঝে সংক্রমিত করার ঝুকি থেকে রক্ষা করবে।