অত্যাধুনিক সাবমেরিন কিনছে ভারত
ভারতীয় নৌ বাহিনীতে ৫০ হাজার কোটি টাকার ছয়টি শক্তিশালী সাবমেরিন যুক্ত হচ্ছে। এ নিয়ে শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এই প্রস্তাবের খসড়া তৈরি হয়ে গিয়েছে। বৈঠকে খসড়া গ্রহণ করা হবে।প্রকল্পটি দীর্ঘদিনের। ফ্রান্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে ম্যাজাগন ডকইয়ার্ডস লিমিটেড নির্মিত স্কর্পিন বা কালভারি শ্রেণির সাবমেরিনের উত্তরসূরী হবে এই ছয়টি। সাবমেরিনে অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল থাকবে এবং ১২টি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বহন করার ক্ষমতা থাকতে হবে। এছাড়া যেন ১৮টি হেভিওয়েট টর্পেডো বহন ক্ষমতা থাকে এবং ক্ষেপণে সিদ্ধহস্ত হয়। খবর : জি নিউজ ।