আফগানিস্তানে দুটি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত এবং ৯ জন আহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে দুইটি মিনিবাসে পৃথক বোমা বিস্ফোরণে ৮ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।৩ জুন এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।পুলিশ মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, প্রথম বিস্ফোরণটি দক্ষিণ-পশ্চিম কাবুলের একটি রাস্তায় শিয়া হাজারা সম্প্রদায়ের আশপাশের জনপদের কাছে ঘটে।ওই বিস্ফোরণে চারজন নিহত এবং সমান সংখ্যক মানুষ আহত হন।ঘণ্টাখানেক পর কয়েক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।
Posted in: আর্ন্তজাতিক