সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া
টানা এক মাস হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা শেষে কেবিনে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শ্বাসকষ্ট অনুভব করায় গত ৩ মে থেকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, গতকাল সন্ধ্যায় বেগম জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়। তাকে পর্যবেক্ষণে রাখা হবে। স্বাস্থ্যের উন্নতি হলেই নেয়া হবে বাসায়। গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় তিনি বাসায় চিকিসৎসা নেন। পরে ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালের নন কোভিড কেবিনে ভর্তি করা হয়।