রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ঢাকা নুর বেকারিকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা, মায়ের দোয়া বেকারি ও কনফেকসনারীকে এক লাখ, মরনিং ফুড ফেক্টরিকে এক লাখ, মজিদ বেকারিকে নগদ এক লাখ, মিম বেকারিকে এক লাখ, বনলতা বেকারিকে এক লাখ ৫০ হাজার, নিউ প্রোটিন বেকারিকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও কর্নফুলি বেকারিকে ২৫ হাজার করে সর্বমোট ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।