প্রত্যাশার চেয়েও বেশি হবে প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের ৫০তম বাজেট। দূর থেকে বহু দূরে যাওয়ার প্রত্যয়। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি জীবিকা নিশ্চিত করা হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে করোনা টিকারও। বাজেট পরবর্তী অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও জানান শুধু কর আদায়ই নয়, কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই বেসরকারি খাতকে চালকের আসনে বসানো হয়েছে। তার আশা প্রত্যাশার চেয়েও বেশি হবে প্রবৃদ্ধি। করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই জীবন-জীবিকাকে প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে হাটতে চেয়েছেন অর্থমন্ত্রী।
Posted in: জাতীয়