বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে পিসিবি

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে পিসিবি 

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে তিন সংস্করণের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মধ্যে প্রথমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন সাবেক কিপার-ব্যাটসম্যান মঈন খানের ছেলে আজম খান। বাবার মতো আজম খানও উইকেটকিপার ব্যাটসম্যান। ঘরোয়া লিগে ভালো খেলে সংক্ষিপ্ত ফরম্যাটে জায়গা করে নিলেন তিনি। মূলত পিএসএলে ভালো ব্যাটিং করেই নির্বাচকদের নজরে এসেছেন তিনি। এ ছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ আব্বাস। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও দলে ফিরেছেন ইয়াসির শাহ। তরুণ পেসার নাসিম শাহও জায়গা পেয়েছেন টেস্ট দলে। আগামী ২৫ জুন ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। ৮ জুলাই ওয়ানডে দিয়ে শুরু হবে ইংল্যান্ড মিশন। এরপর টি-টোয়েন্টি শুরু হবে ১৬ জুলাই। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৭ জুলাই। সবশেষে ১২ ও ২০ আগস্ট দুটি টেস্ট ম্যাচ খেলে সফর শেষ করবে পাকিস্তান।

 

পাকিস্তান টি-টোয়েন্টি দল:

 বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আরশাদ ইকবাল, আজম খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শারজিল খান, উসমান কাদির

পাকিস্তান ওয়ানডে দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হারিস সোহেল, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির।

পাকিস্তান টেস্ট দল: 

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, ইয়াসির শাহ (ফিটনেস পরীক্ষার উপর নির্ভরশীল), জাহিদ মাহমুদ।

 

 

 

 

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone